শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা অন্যান্য দল

নিবন্ধন পেয়ে রাজধানীতে সুপ্রিম পার্টির শোডাউন


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৩ আগস্ট, ২০২৩ ৬:০২ : অপরাহ্ণ
নিবন্ধন পেয়ে রাজধানীতে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি। এতে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।
Rajnitisangbad Facebook Page

নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে চূড়ান্তভাবে নিবন্ধন পেয়ে রাজধানীতে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে শোডাউন করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

সুপ্রিম পার্টি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে এই শোভাযাত্রায় দলটির হাজারো নেতা-কর্মী অংশ নেন।

গতকাল শনিবার সকালে এই কর্মসূচি পালিত হয়। এর অঅগে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

সমাবেশে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে। আমাদের কে চিনলো আর কে চিনলো না, তাতে আমাদের কিছু যায় আসে না। ২০১৯ এর ১১ জানুয়ারি বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) গঠন হয়। নির্বাচন কমিশনের আরপিওতে রাজনৈতিক দল নিবন্ধনের বিধানে কোথাও লেখা নাই-একটি রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হলে দেশের ১৮ কোটি মানুষ সেই দলকে চিনতে হবে।’

নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধনের আরপিও শর্তাদি পুঙ্খানুপুঙ্খুরূপে পূরণ করে বিএসপি রাজনৈতিক দল হিসেবে চূড়ান্ত নিবন্ধন পেয়েছে উল্লেখ করে দলটির চেয়ারম্যান বলেন, ‘এই প্রক্রিয়ায় আমাদের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আমাদের নেতা-কর্মীসহ দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, ‘গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে হলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনিবার্য। আমরা মনে করি নির্বাচনি প্রক্রিয়ায় স্থায়ী সমাধান আনতে হলে নির্বাচন কমিশনকে কার্যত স্বাধীন ও শক্তিশালী করতে হবে। তবেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। স্বাধীনতার ৫২ বছর পরে এসেও একটি নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রতিবারই আন্দোলন সংগ্রাম করতে হয়। এই অবস্থা থেকে দেশের জনগণ মুক্তি চায়। আমরা এই প্রক্রিয়ার স্থায়ী সমাধান চাই।’

সুপ্রিম পার্টি চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের বর্তমান বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপের বিকল্প নেই। সংলাপ আয়োজনে সরকারকেই এগিয়ে আসতে হবে। তবে বাংলাদেশ সুপ্রিম পার্টি রাষ্ট্রপতির অধীনে অর্থবহ জাতীয় সংলাপ আয়োজনের দাবি করছে।’

সমাবেশে অতিরিক্ত মহাসচিব মুফতী বাকী বিল্লাহ আল আযহারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শায়খ আজমাঈন আসরার, বিএসপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক আকন্দ, মুফতী গোলাম মহিউদ্দিন লতিফী, মো. মনির হোসেন ও দফতর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, যুগ্ম মহাসচিব মো. আসলাম হোসাইন, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুন, মো. হাবিবুর রহমান পায়েল, অ্যাড শাহ আলম অভি, মিরানা জাফরীন চৌধুরী, মো. দেলোয়ার হোসেন জন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফিয়া আলী আহমদ নানতু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সুপ্রিম পার্টি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী। এ সময় দলটির বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অবশেষে রাজনৈতিক দলের নিবন্ধন পেলো বিএনএম ও বিএসপি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর