সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

অবশেষে রাজনৈতিক দলের নিবন্ধন পেলো বিএনএম ও বিএসপি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১০ আগস্ট, ২০২৩ ৭:০৭ : অপরাহ্ণ
বিএনএম দলীয় প্রতীক হিসেবে পেয়েছে নোঙর ও বিএসপি পেয়েছে একতারা।
Rajnitisangbad Facebook Page

অবশেষে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, কমিশন সর্বসম্মতিক্রমে এ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিএনএম দলীয় প্রতীক হিসেবে পেয়েছে নোঙর ও বিএসপি পেয়েছে একতারা।

প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর দুটি দলকে নিবন্ধন দেওয়ার জন্য তালিকায় রাখা হয়েছিল। একই সঙ্গে দল দুটির বিরুদ্ধে কারও কোনো অভিযোগ থাকলে তাও জানাতে বলা হয়েছিল। এতে তিনটি অভিযোগ জমা হয়। সেসব অভিযোগ শুনানির পর এবার চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

এর আগে বিএনএমকে ভুঁইফোড় সংগঠন আখ্যা দিয়ে নিবন্ধন না দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন আইনজীবী আবু নাছের খান।

অপরদিকে বিএসপির বিরুদ্ধে দুটি অভিযোগ জমা পড়েছিল। একটিতে সম্পত্তি দখলের অভিযোগ করেন দলের চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদের ছোট ভাই শাহাজাদ সৈয়দ শহিদউদ্দিন আহমদ মাইজভাণ্ডারী ও তার দুই বোন।

অন্যটিতে নামের মিল থাকার অভিযোগ তোলেন বাংলাদেশ শ্রমজীবী পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন আব্দুল কাদের জিলানী।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর