রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

নেতা-কর্মীদের বিভ্রান্ত করার জন্য এই নাটক: আমান


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ জুলাই, ২০২৩ ৫:০৯ : অপরাহ্ণ
আমান উল্লাহ আমান। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজধানীর গাবতলীতে অবস্থান কর্মসূচি পালনকালে আহত হয়ে হাসপাতালে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সেখানে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রতিনিধি দল। তারা আমানউল্লা আমানের জন্য একটি ফলের ঝুড়িও নিয়ে যান।

আজ শনিবার বিকেলে হাসপাতাল থেকে বের হয়ে একটি গাড়িতে আমান উল্লাহ আমান ফেসবুক লাইভে এসে এই প্রসঙ্গে কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, ‘আহত অবস্থায় হাসপাতালে থাকার সময় ওষুধ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। এমন সময় কে বা কারা তাকে দেখতে এসেছিল এবং ফলের ঝুড়ি দিয়ে গেছে তা তিনি বুঝতে পারেননি।’

সাবেক এই ডাকসু ভিপি বলেন, ‘চলমান আন্দোলনে তার ভূমিকার পিঠে ছুরি মারার জন্য, নেত-কর্মীদের বিভ্রান্ত করার জন্য এই নাটক সাজানো হয়েছে।’

আমান উল্লাহ আমান বলেন, ‘সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলনে আছি। এতে মৃত্যু হলেও পিছপা হবো না।’

আরও পড়ুন: আমানের জন্য হাসপাতালে খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

এ বিষয়ে নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি।

এদিকে বিকেলে হৃদরোগ ইনস্টিটিউট থেকে আমান উল্লাহ আমানকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বলে তার ব্যক্তিগত সহকারী জানিয়েছেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর