রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

আমানের জন্য হাসপাতালে খাবার পাঠালেন প্রধানমন্ত্রী


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ জুলাই, ২০২৩ ৪:৫১ : অপরাহ্ণ
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অসুস্থ আমান উল্লাহ আমানকে দেখতে যায় প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি দল।

আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যায়।

এসময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফলের ঝুড়ি তুলে দেওয়া হয়।

আমান উল্লাহ প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করেন এবং ধন্যবাদ জানান।

আমানকে হাফিজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার জন্য এসব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসার জন্য দেশের ভেতরে যে কোনো হাসপাতালে যেতে চাইলে তারও ব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে আমান উল্লাহ আমানকে আটক পুলিশ। এ সময় তিনি আহত হন। পরে পুলিশি পাহারায় তাকে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন: গয়েশ্বরকে বেধড়ক পেটালো পুলিশ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর