রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ জুলাই, ২০২৩ ২:১২ : অপরাহ্ণ
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে আজ শুক্রবার দুপুর ২টা থেকে বিএনপির মহাসমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মহাসমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই জনতার ঢল নেমেছে নয়াপল্টন এলাকায়।
সকাল থেকেই সমাবেশে দলের নেতা-কর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকেন। বেলা ১১টার আগেই নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়ক ভরে যায় নেতাকর্মী-সমর্থকে।
আশপাশের এলাকা মতিঝিল, কাকরাইল, মালিবাগ ছাড়িয়ে গেছে নেতা-কর্মীদের ভিড়। মগবাজার, মালিবাগ, মৎস্য ভবন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনেও জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা। তারা মাথায় বিভিন্ন রঙের ক্যাপ পড়ে এসেছেন।
ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড, গাজীপুর মহানগরসহ দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা। সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা কর্মীরা অনেকে মূল সড়কে অবস্থান নিতে না পেরে জড়ো হচ্ছেন অলিগলিতে।
এসময় তাদের হাতে লাল-সবুজের জাতীয় পতাকা, দলীয় পতাকাসহ জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে।
বেলা ১১টা ২৫ মিনিটে সমাবেশস্থলে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
ট্রাক দিয়ে অস্থায়ীভাবে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে।
মহাসমাবেশে আসা তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বলছেন, সরকার পতনের এক দফা দাবির আন্দোলনে তারা মাঠে নেমেছেন। যতক্ষণ সরকার পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। মহাসমাবেশ থেকে সর্বোচ্চ কঠোর কর্মসূচি প্রত্যাশা করছেন তারা।
গাজীপুরের বিএনপি নেতা ইকবাল হাসান সরকার বলেন, ‘‘দফা এক, দাবি এক; শেখ হাসিনার পদত্যাগ।’ যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা সরকার পদত্যাগ না করবে ততক্ষণ আমরা রাস্তায় আমরণ অবস্থান করবো।’’
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারহান উদ্দিন আহমেদ বলেন, ‘১৫ বছর ধরে নির্যাতিত হচ্ছি। জনগণকে মুক্তি দিতে, জনগণের গণঅধিকার, ভোটের দাবি নিয়ে রাস্তায় এসেছি। আমাদের এক দফা, এক দাবি; শেখ হাসিনার পদত্যাগ। সরকারের পদত্যাগ ঘটিয়ে বাড়ি ফিরবো। কেন্দ্রীয় নেতাদের অনুরোধ করছি, প্রয়োজনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি দেন। আমরা রাস্তায় থাকবো।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।