শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

কোন বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কত?


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ জুলাই, ২০২৩ ১২:০২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতবারের চেয়ে এবার পাসের হার কমেছে। এমনকি গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ কম পেয়েছে ৮৬ হাজার ২৪ শিক্ষার্থী।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড (এসএসসি), মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। সেই হিসাবে এবার সম্মিলিত পাসের হার কমেছে ৭ দশমিক ৫ শতাংশ।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এবার ঢাকা বোর্ডে পাশের হার হলো ৭৭ দশমিক ৫৫ শতাংম, চট্টগ্রাম বোর্ডে ৭৮.২৯, কুমিল্লায় ৭৮.৪২, বরিশালে বোর্ডে ৯০.১৮, ময়মনসিংহ বোর্ডে ৮৫.৪৯, রাজশাহী বোর্ডে ৮৭.৮৯, যশোর বোর্ডে ৮৬.১৭, দিনাজপুর বোর্ডে ৭৬.৮৪ এবং সিলেট বোর্ডে ৭৬.০৬ শতাংশ।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

গত বছর তিনটি বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।

সেই হিসাবে এ বছর জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৬ হাজার ২৪ জন।

ফলাফল অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৫০ শিক্ষার্থী, কুমিল্লায় পেয়েছে ১১ হাজার ৬৬৩ জন, রাজশাহীতে ২৬ হাজার ৮৭৭, বরিশাল বোর্ডে ৬ হাজার ৩১১, ময়মনসিংহে ১৩ হাজার ১১৭, যশোর বোর্ডে ২০ হাজার ৬১৭, সিলেট বোর্ডে ৫ হাজার ৪৫২, দিনাজপুর বোর্ডে ১৭ হাজার ৪১০ জন শিক্ষার্থী।

আরও পড়ুন:

এবার কমেছে পাসের হার ও জিপিএ-৫

এসএসসির ফল যেভাবে জানা যাবে

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর