সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা প্রেস রিলিজ

নাজনীন চৌধুরী পদক পেলেন যুবলীগ নেতা দেবু ও কাউন্সিলর ডিউক


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৭ জুলাই, ২০২৩ ৫:০১ : অপরাহ্ণ
নগরীর হালিশহর এম বি গ্রামার স্কুল মিলনায়তনে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু ও কাউন্সিলর নাজমুল হক ডিউকের হাতে পদক তুলে দেওয়া হয়।
Rajnitisangbad Facebook Page

বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত ‘নাজনীন চৌধুরী পদক’ পেয়েছেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু ও কাউন্সিলর নাজমুল হক ডিউক।

আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর হালিশহর এম বি গ্রামার স্কুল মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাদেরকে এই পদক প্রদান করা হয়।

করোনাকালে মানবসেবার পাশাপাশি সমাজ উন্নয়নে অবদান রাখায় তাদের এই পদক প্রদান করা হয়।

এম বি গ্রামার স্কুল ও নাজনীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোক্তা বদরুল হাসান দুই অতিথির হাতে পদক তুলে দেন।

শিক্ষা উদ্যোক্তা নাজনীন চৌধুরীর প্রয়াণ দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‘নাজনীন চৌধুরী ফাউন্ডেশন’ ও এম বি গ্রামার স্কুল যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রায় দেড় শতাধিক শিশু অংশগ্রহণ করে। পদক প্রদানের পাশাপাশি বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কোহিনূর রহমান আশা। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন শাহানা পারভীন রিনা ও গুলশান আক্তার।

প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন হাসিনা আক্তার ও কোহেলি দাশগুপ্তা। বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জোহরা খাতুন, নাহিদ সুলতানা, মাহমুদা আক্তার কাকলি, সিতারা সুলতানা, তানজিলা আক্তার, শাহনাজ বেগম, রাজিয়া সুলতানা মুন্নি, শাহিনা আক্তার, সুপ্রিতি কায়স্থগীর, সাবরিনা সুলতানা, আয়েশা আক্তার, রাবিকা সুলতানা মেরিনা৷ মরিয়ম বেগম, মাহমুদা বেগম, শাহানা আক্তার, তহুরা খানম সোহানা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর