বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ১ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা বিএনপি

তারুণ্যের সমাবেশ

জনসমুদ্র সোহরাওয়ার্দী উদ্যান, মিছিল-স্লোগানে উত্তাল


বিএনপির নেতা-কর্মীদের মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ২২ জুলাই ২০২৩, ২:২৯ অপরাহ্ণ

মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানাসহ আশপাশের জেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী ছুটে এসেছেন। ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ জনসমুদ্রে পরিণত হয়েছে।

আজ শনিবার বেলা ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত তারুণ্যের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাত থেকে ঢাকার আশপাশের জেলার নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ডের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন, লাল-সবুজ, হলুদসহ বিভিন্ন রঙের ক্যাপ পরে এবং জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন।

জনসমুদ্র সোহরাওয়ার্দী উদ্যান, মিছিল-স্লোগানে উত্তাল

নেতা-কর্মীরা ‘মুক্তি মুক্তি মুক্তি চাই; খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের কর্মী তারেক হাসান বলেন, ‘তারেক রহমানের নির্দেশে আমরা যেকোনো রাজনৈতিক প্রোগ্রামে উপস্থিত থাকতে রাজি আছি। তারেক রহমানের নেতৃত্বে এ দেশে ফ্যাসিবাদের পতন হবে। ফ্যাসিবাদের পতনের সংগ্রামে আমি সব সময় থাকতে চাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দোয়েল চত্বর পেরিয়ে একদিকে শাহবাগ, আরেকদিকে শিল্পকলা একাডেমি পর্যন্ত মিছিলের সারি গিয়ে ঠেকেছে। যার ফলে শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সমাবেশকে ঘিরে শাহবাগ ও মৎস্য ভবনসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় কঠোর অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।

সমাবেশ থেকে বিএনপি মহাসচিব সরকার পতনের একদফার পরবর্তী কর্মসূচি আগামী ২৭ জুলাই মহাসমাবেশের ঘোষণা দেবেন বলে জানা গেছে।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, এবার বিএনপি ঢাকাকে টার্গেট করেই এগোচ্ছে। তাই যেকোনো পরিস্থিতিতে ঢাকা ঘেরাও বা অবরোধ করার প্রস্ততিও রয়েছে দলটির।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর