শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

ঝালকাঠিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ ১৫ জনের মৃত্যু


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২২ জুলাই, ২০২৩ ১১:১৬ : পূর্বাহ্ণ
আজ সকালে ঝালকাঠিতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পুকুরে পড়ে যায়। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ঝালকাঠিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ২০-২৫ জন যাত্রী আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কে ঝালকাঠির ছত্রকান্দায় এ ঘটনা ঘটে।

বাসটি বরিশালে যাচ্ছিলো। বাসটিতে ৫০ থেকে ৭০ জনের মতো যাত্রী ছিল।

আহত একজন যাত্রী একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চালক বাসটি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার ফলে বরিশাল-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান বলেন, ভান্ডারিয়া উপজেলার ছত্রকান্দায় এ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। স্থানীয়রা উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর