সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

হিরো আলমকে নিয়ে টুইট করায় জাতিসংঘের প্রতিনিধিকে তলব


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২০ জুলাই, ২০২৩ ৯:৪৯ : অপরাহ্ণ
ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর শেলডন ইয়েট
Rajnitisangbad Facebook Page

হিরো আলমকে নিয়ে টুইট করায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করে অসন্তোষ জানিয়েছে ঢাকা।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডেকে নিয়ে এই অসন্তোষ জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম।

ছুটিতে থাকায় জাতিসংঘ আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের পক্ষে হাজির হন ভারপ্রাপ্ত প্রধান ও ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর শেলডন ইয়েট।

গত সোমবার ঢাকা-১৭ উপনির্বাচনের ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম বনানীর একটি কেন্দ্র পরিদর্শনে গেলে নৌকা প্রার্থীর সমর্থকেরা তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন।

আরও পড়ুন: পুলিশের সামনেই হিরো আলমকে পেটায় নৌকার ব্যাজধারীরা

গত মঙ্গলবার এ ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

ওই টুইটে তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রত্যেকের যে মৌলিক মানবাধিকার, তা নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।’

আরও পড়ুন: হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

ওইদিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ প্রসঙ্গে বলেন, ‘গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।’

গতকাল বুধবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১১টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয়।

আরও পড়ুন: হিরো আলমের ওপর হামলার তদন্ত চায় ইইউ, যুক্তরাষ্ট্রসহ ১২ দূতাবাস

তবে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই প্রতিক্রিয়া নয়, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। এতে ক্ষুব্ধ হয় ঢাকা।

সেই টুইট নিয়ে বৃহস্পতিবার গোয়েন লুইসকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তিনি দেশে না থাকায় তার প্রতিনিধিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শেলডন ইয়েট।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তাকে অসন্তোষের কথা জানানো হয়।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘উন্নয়নের অংশীদার হয়ে জাতিসংঘের কাছ থেকে রাজনৈতিক মন্তব্য কাম্য নয়।’

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ‘বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করেছে। বুধবার একই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমেরিকায় যখন-তখন লোক মেরে ফেলে, তখন কি তারা বিবৃতি দেয়, জাতিসংঘ কি বিবৃতি দিয়েছে? বাংলাদেশ হলেই বিবৃতি, মগের মুল্লুক পাইছে ওরা। এভাবে বিবৃতি দেওয়া গ্রহণযোগ্য নয়।’ এসব বিবৃতি বন্ধ করার সময় এসেছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী বললেন, ওরা বাংলাদেশকে মগের মুল্লুক পেয়েছে

তবে বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে কিছু বলতে নারাজ জাতিসংঘের প্রতিনিধি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর