রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

চাপ দিয়ে কোনো দেশ কিছু করাতে পারবে না: আইনমন্ত্রী


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ জুলাই, ২০২৩ ৭:০০ : অপরাহ্ণ
আইনমন্ত্রী আনিসুল হক। পুরনো ছবি
Rajnitisangbad Facebook Page

স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশ চাপ দিয়ে কিছু করাতে পারবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। এখানে বাইরের কোনো দেশ চাপ দিয়ে কোনো কিছু করতে পারবে না। এটা আর জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার দেশ নেই।’

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বৃহস্পতিবার আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের এখন নিজের পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা হয়েছে। শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। জনগণের ভোটে আবারও শেখ হাসিনাই সরকার গঠন করবেন।’

আনিসুল হক বলেন, ‘উনারা বলেছেন র‌্যাব অনেক ভালো কাজ করেছে। তবে যেহেতু এটা (নিষেধাজ্ঞা প্রত্যাহার) একটা আইনি প্রক্রিয়া, উনারা সেটা দেখবেন। তারা বলেছেন র‌্যাবের (নিষেধাজ্ঞা প্রত্যাহার) বিষয়ে বিবেচনা করবেন।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। নির্বাচনে যাতে সহিংসতা না হয় সেটাই তাদের কাম্য।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর