শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, আরসার শীর্ষ কমান্ডার নিহত


পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত আরসার শীর্ষ কমান্ডার হোসেন মাঝি। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিনিধি, কক্সবাজার প্রকাশের সময় :১০ জুলাই, ২০২৩ ১১:০৫ : পূর্বাহ্ণ

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’র (আরসা) শীর্ষ কমান্ডার হোসেন মাঝি নিহত হয়েছেন।

আজ সোমবার ভোরে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৭৯ ব্লকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম উদ্ধার হয়েছে।

সৈয়দ হারুন অর রশীদ জানান, হোসেন মাঝির নেতৃত্বে পাঁচটি ক্যাম্প পরিচালিত হয়। সোমবার ভোরে ৮ নাম্বার ক্যাম্পে নিয়মিত অভিযান চালানোর সময় হঠাৎ খবর আসে ক্যাম্প ১৭ তে আরসা সন্ত্রাসীরা হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে গেলে অতর্কিত গুলি চালায় পুলিশের ওপর। পরে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর