বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না: সালমান এফ রহমান


আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৫ জুলাই, ২০২৩ ১২:৪৫ : অপরাহ্ণ

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেছেন, ‘উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, এটা নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না।’

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘বিএনপি যদি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়, তাহলে তাদের সঙ্গে সংলাপ হবে। কীভাবে নির্বাচন আরও সুষ্ঠু ও ভালো করা যায় এ নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে। নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোনো উপায় নেই, এটা বিরোধী দলের বোঝা দরকার।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন (ইউকে) একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরাও নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি। নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে কথা হয়েছে। সরকার নিরপেক্ষ নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচন হবে সংবিধান মোতাবেক। আমাদের নির্বাচন কমিশন স্বাধীন। সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হয়েছে-এটা তার প্রমাণ।’

আরও পড়ুন: নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ইইউ রাষ্ট্রদূতকে ফখরুল

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর