শুক্রবার, ১০ মে, ২০২৪ | ২৭ বৈশাখ, ১৪৩১ | ১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিয়ে শক্তি পরখ করুন, কাদেরকে ফখরুল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ জুন, ২০২৩ ৬:০৯ : অপরাহ্ণ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে কার কত শক্তি পরখ করার জন্য আওয়ামী লীগের প্রতি পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিলে বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই পদযাত্রার আয়োজন করে।

বিদ্যুৎ খাতে দুর্নীতি, লোডশেডিং ও দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

গতকাল সোমবার রাজধানীতে যুবলীগের ঢাকা মহানগর উত্তরের কয়েকটি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের বলেছিলেন, ’ইলেকশনে আসেন না, দেখি পাবলিক কারে ভোট দেয়। নির্বাচনে আসলে বুঝব কারা জনপ্রিয়। নির্বাচনে নিজেদের শক্তি যাচাই করে দেখুন।’

ওবায়দুল কাদেরের বক্তব্যের পাল্টা জবাবে মির্জা ‍ফখরুল বলেন, ‘আসেন মাঠে। গদি ছেড়ে দিয়ে আসেন। পুলিশ বাদ দিয়ে আসেন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। দেখেন কার কত শক্তি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সুষ্ঠু ভোট করতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এখনও সময় আছে মানে মানে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। না হলে পালাবার পথও পাবেন না। এখন আবার আমেরিকাও পথ বন্ধ করে দিয়েছে।’

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্য উদ্ধৃত করে মির্জা ফখরুল বলেন, ‘তত্ত্বাবধায়ক আর হবে না কোনোদিন- এসব বলায় আপনাদের খুব মজা লাগে। কিন্তু এই দাবিতে ১৭৩ দিন হরতাল করেছেন। ১১ জনকে গান পাউডার দিয়ে পুড়িয়ে মেরেছেন। জামায়াত-জাতীয় পার্টির সঙ্গে হাত মিলিয়ে আন্দোলন করেছেন।’

তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির জন্য তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের ইতিহাসে তার নাম কালো অক্ষরে লেখা থাকবে। তিনিই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার রায় দিয়েছিলেন। তবে বলেছিলেন, আরও দুটি নির্বাচন হতে পারে। কিন্তু অবসরে যাওয়ার ষোলমাস পর যখন পূর্ণাঙ্গ রায় লিখলেন, সেখানে আর ওই দুই বারের নির্বাচনের কথা রাখেননি।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম। বক্তব্য রাখেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন, মীর সরফত আলী সপু, হাসান জাফির তুহিন, শিরিন সুলতানা প্রমুখ।

একই দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মহাখালী বাসস্ট্যান্ডের সামনেও পদযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ হয়। উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর