শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

খাগড়াছড়িতে বিএনপি নেতা নোমানের ওপর হামলা, গাড়ি ভাঙচুর


খাগড়াছড়িতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা চালানো হয়। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিনিধি, খাগড়াছড়ি প্রকাশের সময় :২৬ মে, ২০২৩ ২:১৯ : অপরাহ্ণ

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ওপর অতর্কিত হামলা হয়েছে।

খাগড়াছড়ির কলাবাগান এলাকায় জেলা বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় তার গাড়িতে চালানো হয়।

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এতে জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ পাঁচজন আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের কলেজ রোড এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, খাগড়াছড়ির কলাবাগান এলাকায় জেলা বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন নোমান। এসময় তার গাড়ি নারিকেল বাগান এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়।

জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক নিপু আহমেদ বলেন, আমাদের পূর্ব নির্ধারিত জনসভায় যোগ দিতে আসার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ওপর হামলা করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার দাবি করছি।

এদিকে হামলার বিষয়টি অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।

তিনি জানান, বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব নির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা অফিসে বিশ্রাম নিচ্ছিল। এ সময় বিএনপির গাড়িবহর থেকে কার্যালয়ের দিকে ইট-পাটকেল ছোঁড়া হয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ সুপার নাইমুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জেলা পুলিশের পক্ষ থেকে উভয়পক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।

আরও পড়ুন: কেরানীগঞ্জে আ.লীগ-বিএনপি ব্যাপক সংঘর্ষ, নিপুন রায়সহ আহত ৮

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর