রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২২ মে, ২০২৩ ৪:২৮ : অপরাহ্ণ
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সারাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে দেশটির ঢাকার দূতাবাস। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল মোমেন বলেন, ‘এটা খুবই দুঃখজনক। নির্বাচন হবে আরও সাত-আট মাস পর। তাদের জিজ্ঞেস করেন তারা কেন এ সতর্কতা দিল। আমাদের দেশে হত্যা নেই, গুলি করে কাউকে মারা হয় না।’
আরও পড়ুন: শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতার আশঙ্কা, মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানকার মানুষ মার্কিন নাগরিকদের ওপর ক্ষ্যাপবে কেন? আমি জানি না, তারা কেন এটা করেছে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি এত ভালো হয়েছে যে, পুলিশ কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অপরাধীকে ধরে নিয়ে আসে।’
বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব ভালো কাজ করছে উল্লেখ করে আবদুল মোমেন বলেন, ‘আমাদের দেশে এমন কোনো কারণ নেই যে সহিংসতা হবে। বরং কেউ কেউ আমেরিকায় গেলে সতর্ক করা উচিত; সেখানে শপিং মলে, স্কুলে, বারে গেলে সতর্ক থাকতে হবে।’
আরও পড়ুন: আবার মার্কিন নিষেধাজ্ঞা আসলে তা হবে দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী