শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

আবার মার্কিন নিষেধাজ্ঞা আসলে তা হবে দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২২ মে, ২০২৩ ১১:০৯ : পূর্বাহ্ণ

বাংলাদেশে আবার মার্কিন নিষেধাজ্ঞা আসলে তা দুঃখজনক হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না তা জানি না। এগুলো আমাদের বলে তো কোনো দিন করে না। তবে এটা যদি হয় তাহলে তা হবে দুঃখজনক। আমরা আশা করছি, আমেরিকার শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা নিষেধাজ্ঞা দেবে না।’

আজ সোমবার প্রধানমন্ত্রীর কাতার সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে আব্দুল মোমেন বলেন, ‘ওরা মিথ্যা তথ্য দিয়েছে। খুবই অদ্ভুত এবং বিস্ময়কর। কোনো রেফারেন্সও দেয়নি। মন্ত্রী হওয়ার আগে চাইনিজ লবিস্ট হিসেবে কাজ করেছি বলেছে। এটা ডাহা মিথ্যা কথা। আমি কোনো দিন চাইনিজ কোম্পানিতে কাজ করি নাই এবং লবিস্ট ছিলাম না। বরং বলতে পারেন আমি সারাজীবন আমেরিকাতে ছিলাম। তারা জেনেশুনে মিথ্যা তথ্য দিয়েছে।’

বিদেশি রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা-সুবিধা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদেরকে বলেছি, অর্থনৈতিক পরিস্থিতির কারণে আমাদের নানা কৃচ্ছসাধন করতে হচ্ছে। তাই রাষ্ট্রদূতদের যে বাড়তি নিরাপত্তা-সুবিধা দেওয়া হয়, সেটি আর অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।’

নির্বাচনের আগে মার্কিন দৃতাবাস সতর্কতা জারি করাকে দুঃখজনক মন্তব্য করে আব্দুল মোমেন বলেন, ‘মার্কিন নাগরিকরা এখানে কোনো অন্যায় করছেন না। তাদের সমস্যা হওয়ার কথা না। আমাদের দেশে আইনশৃঙ্খলা যথেষ্ট উন্নতি হয়েছে। আমাদের দেশে কোনো কারণ নেই, যাতে সতর্কতা দেওয়া উচিত। বরং এটা হতে পারে, মল, বারে গেলে গুলি করে যাতে না মারতে পারে সেজন্য সতর্ক করা উচিত।’

বিশেষ পরিস্থিতিতে কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা-সুবিধা দেয়া হয়েছিল জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিন্তু এখন পরিস্থিতি যথেষ্ট ভালো। তাই কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা–সুবিধা দিলে বিদেশিদের কাছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে ভুল বার্তা যায়। আমরা ভুল বার্তা দিতে চাই না।’

যে দেশ নিষেধাজ্ঞা দেবে তার কাছ থেকে কিছু কেনা হবে না-এমন প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ‘রাজনীতিবিদরা অনেক কিছু বলেন। এখানে সতর্কতা থাকে। আমরা ফেলে দেয়ার দেশ না। আমরা দানের ওপরে থাকি না। বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশে বিজয়ী হই। আমরা কোনো প্রতিকূল পরিবেশে ঘাবড়ে যাবো না। সমস্যা আসলে পিছুটান না নিয়ে সমস্যাকে চ‍্যালেঞ্জ হিসেবে নিয়ে সমাধান করে এগিয়ে যাবো।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর