মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

সরকার মাথাটা বিক্রি করে দিয়েছে: মির্জা ফখরুল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২১ মে, ২০২৩ ৪:১০ : অপরাহ্ণ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

সরকার জনগণের মুখোমুখি দাঁড়িয়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে আমরা এমন একটি সময়ে এসে উপস্থিত হয়েছি যে, কাউকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে না। কারণ, সরকার মাথাটা বিক্রি করে দিয়েছে। সমগ্র দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ, তখন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আন্দোলন দমানোর চেষ্টা করছে সরকার।’

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘এই সময়ে নির্ধারিত হবে, বাংলাদেশ কি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দেশে পরিণত হবে, নাকি দীর্ঘকালের জন্য একটি ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী, পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হবে। একদিকে বাংলাদেশের মানুষ, আরেক দিকে একটি শাসক গোষ্ঠী। যারা রাষ্ট্রযন্ত্রকে অন্যায়, বেআইনিভাবে ব্যবহার করে জনগণকে অত্যাচার নির্যাতন করে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কয়দিন আগে আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, পরিকল্পিত নির্বাচন চাই না। তার মানে আওয়ামী লীগ পরিকল্পিত নির্বাচন করে। আজকে আবার পত্রিকায় বড় করে এসেছে, ওয়ার্ল্ড ব্যাংক তার রিপোর্টে বলেছে-খেলাপি ঋণের মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেছে। আগে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন ছিল।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার আর এক মুহূর্ত দেশ পরিচালনার দায়িত্বে থাকলে, দেশের অবস্থা খারাপের দিকে যাবে। আমরা একটা ক্রান্তিকালে এসে পৌঁছেছি। এই সময়েই নির্ধারিত হবে যে, বাংলাদেশ কি গণতান্ত্রিক দেশে রূপান্তর হবে, নাকি একটা ফ্যাসিবাদী পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হবে।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন ব্যবস্থাকে তারা (সরকার) একদম বেমালুম ধ্বংস করে দিয়েছে। এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। এ জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি, অত্যন্ত পরিষ্কার, স্পষ্ট, দৃঢ় উচ্চারণ-এই সরকার থাকলে কোনো নির্বাচন হবে না। একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।’

‘অনেক খেলা হচ্ছে’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এ খেলা হবে, অনেক চেষ্টা হবে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করানোর। যারা দেশপ্রেমিক আছেন, তারা কখনো ভুল বুঝবেন না। আজকে ইস্পাতকঠিন ঐক্য নিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, গণতন্ত্রের মুক্তি, বাংলাদেশের মুক্তি, ভোটের অধিকার নিশ্চিত করতে আমরা অনড় থাকবো।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর