বুধবার, ১ মে, ২০২৪ | ১৮ বৈশাখ, ১৪৩১ | ২১ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

সরকার পতনের দিনটা কখন, ফখরুলের কাছে জানতে চাইলেন কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২০ মে, ২০২৩ ৬:১৮ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Rajnitisangbad Facebook Page

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সরকার পতনের দিনক্ষণ জানতে চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে প্রতিদিনই বলা হচ্ছে যে, সরকারের সময় শেষ। তাই, দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি মির্জা ফখরুলের কাছে জানতে চাই, দিনটা কখন। গত ১০ বছর ধরেই এই কথা শুনে আসছি।’

আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী ওলামা লীগের প্রথম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির সরকার পতনের ঝড় লন্ডন থেকে না ঠাকুরগাঁও থেকে আসবে তার দিনক্ষণ প্রকাশ করতে মির্জা ফখরুল ইসলামের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারকে কবে বিদায় নিতে হবে-তার দিনক্ষণ জানা থাকলে বিদায় নিতে একটি প্রস্তুতিও নিতে পারবে সরকার।’

আরও পড়ুন: যতোই চিল্লা-চিল্লি করেন, লাভ হবে না, সময় শেষ, প্রধানমন্ত্রীকে ফখরুল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‌‘এই সরকারের সময় কখন শেষ হবে তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। এ দেশের নেতৃত্ব আগামী দিনে কারা দেবে, তাও এ দেশের জনগণ ঠিক করবে। আওয়ামী লীগকে কচুপাতার ওপর ভোরের শিশির বিন্দু মনে করলে বিএনপি ভুল করবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আছে সরকার পতনের আন্দোলন নিয়ে, আর আওয়ামী লীগ আছে জনগণের জানমাল রক্ষার আন্দোলনে। আমাদের তার জন্য শান্তি সমাবেশ করতে হচ্ছে।দেশের মানুষ মনে করে, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ।’

আওয়ামী ওলামা লীগের আহ্বায়ক ড. কে এম মোমেন সিরাজীর সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর