বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ৬ দেশের রাষ্ট্রদূতের অতিরিক্ত প্রটোকল প্রত্যাহার



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ মে, ২০২৩ ৮:২৮ : অপরাহ্ণ

ঢাকায় অবস্থানরত ছয়টি দেশের রাষ্ট্রদূতের বাড়তি প্রটোকল সুবিধা প্রত্যাহার করেছে সরকার।

দেশগুলো হলো-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও সৌদি আরব। দেশগুলোর মিশন প্রধানরা এতোদিন অতিরিক্ত প্রটোকল সুবিধা পাচ্ছিলেন।

গতকাল রোববার সরকারি এক সিদ্ধান্তে এই বাড়তি সুবিধা প্রত্যাহার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দেশের মন্ত্রী, সচিব, উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রটোকলের জন্য আনসার বাহিনী থেকে একটি প্রটোকল ইউনিট করা হয়েছে। তারাই এখন প্রটোকলের দায়িত্ব পালন করবে। দেশের মন্ত্রী, এমপিদের যারা প্রটোকল দিয়ে থাকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সব কূটনীতিকেরও তাঁরা প্রটোকল দেবেন।’

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘সব রাষ্ট্রদূতের অতিরিক্ত সুবিধা প্রত্যাহার করা হয়েছে। কারণ, উন্নত দেশে এ ধরনের সুবিধা কেউ দেয় না। এছাড়া আমাদের দেশে আইনশৃঙ্খলা এতো খারাপ না যে, রাস্তায় গুলি করে মেরে ফেলে, শপিংমলে গুলি করে মেরে ফেলে-এরকম আমাদের দেশে অবস্থা নেই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তৃতীয় কারণ হচ্ছে কৃচ্ছ্রসাধন। অনেক দেশের রাষ্ট্রদূত বাড়তি সুবিধা নেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং এ কারণে এটি বেশি হয়ে যাচ্ছিল। দিন দিন খালি বাড়ছিল।’

আব্দুল মোমেন বলেন, ‘আমাদের ফোর্সগুলো প্রয়োজন, কারণ আমাদের মেট্রো ও পদ্মা সেতু চালু হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেউ যদি চায় এই ফোর্স, তারা ভাড়া করতে পারবে অর্থের বিনিময়ে এবং এটি অন্য দেশেও আছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উন্নত দেশে কোনও রাষ্ট্রদূত পতাকা উড়িয়ে ভ্রমণ করেন না-আমেরিকা, যুক্তরাজ্য বা ইউরোপের কোনো দেশে। আমরা চিন্তা করছি, এ বিষয়টিও আমরা প্রত্যাহার করবো কিনা।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর