রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ৮ মে ২০২৩, ৫:১৩ অপরাহ্ণ
ন্যাশনাল ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি দেশের ছয়টি জেলার ব্রাঞ্চে জুনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেবে।
নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। ১৮ মে পর্যন্ত আবেদন করা যাবে।
পদের নাম: জুনিয়র অফিসার (ক্যাশ)।
পদের সংখ্যা: নির্ধারিত না।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। সিজিপিএ কমপক্ষে ২.২৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পর্যায়ে জিপিএ কমপক্ষে ৩ পয়েন্ট থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এমএস অফিসের কাজে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩০ বছরের মধ্যে হতে হবে।
বয়স: ৩০ বছরের মধ্যে হতে হবে।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
চাকরির ধরন: ফুল টাইম
প্রবেশনকাল: ০১ বছর
কর্মস্থল: চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ২৬০০০ টাকা। প্রবেশন পিরিয়ড শেষ হওয়ার পর ব্যাংকের নির্ধারিত পে স্কেল অনুসারে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।
চাকরির খবর আরও পড়ুন