রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৫ এপ্রিল, ২০২৩ ৬:৩১ : অপরাহ্ণ
ফ্রান্সের একটি জাদুঘর উদ্ভট এক প্রদর্শনী আয়োজন করছে। সেখানে যেসব গেস্ট বা অতিথি যাবেন, তাদেরকে প্রবেশ করার আগেই নগ্ন হতে হবে। এরপর তারা পানীয় গ্রহণের অনুমতি পাবেন। অভিজ্ঞতা নিয়ে চ্যাটিং করতে পারবেন।
দেশটির লিয়ন শহরে অবস্থিত সমসাময়িক আর্ট বিষয়ক জাদুঘর ম্যাকলিয়ন এই ইভেন্ট আয়োজন করছে। প্রবেশ টিকিটের মূল্য ১১ ইউরো।
ম্যাকলিয়ন কালেকশনে শরীরকে উপস্থাপন করে এমন দুটি সিরিজের ওপর জোর দেয়া হয়েছে এই প্রদর্শনীতে।
সেখানে পর্যটকরা বা অতিথিরা বৃহস্পতিবারের দেড় ঘন্টার সেশন উপভোগ করতে পারবেন। তবে তাদেরকে নগ্ন থাকতে হবে।
সপ্তদশ শতাব্দীর ফরাসি দার্শনিক রেনে দেকার্তের ধারণা ‘আমি মনে করি, এরপরও আমিই’ থেকে দূরে থাকার লক্ষ্যে এই আয়োজন।
পক্ষান্তরে এর লক্ষ্য হলো এটা দেখানো যে, আমরা সবাই আমাদের শরীরের ঊর্ধ্বে।
ম্যাকলিয়নের এক মুখপাত্র বলেছেন, একটি নির্ধারিত স্থানে আমাদের শরীর ইস্যুতে আমাদের ধারণা নিয়ে প্রশ্ন করা এবং এটা দেখা যে, অন্য শরীরের সংস্পর্শে তা কিভাবে ভাব বিনিময় করে।
জাদুঘরটির ওই শাখার চেয়ারম্যান ফ্রেডেরিক মার্টিন বলেন, একটি প্রদর্শনীতে সবাই পুরো নগ্ন থাকবেন। বিষয়টি খুব মজাদার। এতে আমাদের নিজেদের ওপর ধারণার ওপর ফোকাস ফেলবে।