রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৯ এপ্রিল ২০২৩, ১০:৫৩ অপরাহ্ণ
চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় অসহায় ৩০০ মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করেছেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য দেবাশীষ পাল দেবু।
আজ বুধবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এসব উপহার বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের।
মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, ফরহাদ আবদুল্লাহ, মো. ইসমাইল, আবুল কাশেম, মারুফুল ইসলাম মারুফ, আমিনুল ইসলাম, সাজিবুল ইসলাম সজিব, মাহমুদুর রহমান বাপ্পি, মো. সুমন, মো. রাশেদ, মো. আরমান, শহিদুল হক শহিদ, নুর শরিফ রকি, নাজমুল হক নোমান, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাছান ইফতেখার উদ্দিন ইফতি, সৌরেন বডুয়া রিও, রুবী আক্তার, প্রান্তি ভট্টাচার্য সজিব কান্তি দাশ, অন্তু দাশ, ফারুক, শাকিল, সোহেল, দ্বীপ, পিপলু,আশিষ দাশ, আবদুল্লা আল মামুন প্রমুখ।