বুধবার, ১ মে, ২০২৪ | ১৮ বৈশাখ, ১৪৩১ | ২১ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

সর্বজনের শ্রদ্ধায় সিক্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ এপ্রিল, ২০২৩ ১১:১৮ : পূর্বাহ্ণ
কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর কফিনে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনা হয়।

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ এই বীরমুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানো শেষে সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। দুপুর ১টা পর্যন্ত মরদেহ শহীদ মিনারে রাখা হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

তাকে সমাহিত করা হবে নাকি তার দেহ মেডিকেল কলেজে দান করা হবে সে বিষয়ে আজ পারিবারিক সিদ্ধান্ত জানানো হবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর