সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

বান্দরবানে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি, নিহত ৮


রাজনীতি সংবাদ প্রতিনিধি, বান্দরবান প্রকাশের সময় :৭ এপ্রিল, ২০২৩ ১:৫৮ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বান্দরবানের রোয়াংছ‌ড়ি উপজেলায় পাহাড়ি দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হামতাংপাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সশস্ত্র আরেক পক্ষের গোলাগুলি হয়। প‌রে‌ আজ সকালে সেখা‌নে গি‌য়ে জলপাই রঙের পোশাক পরা আটজনের মরদেহ দেখ‌তে পে‌য়ে তারা পু‌লিশে খবর দেন। এরপর পু‌লিশ ঘটনাস্থ‌ল থেকে মরদেহগুলো উদ্ধার ক‌রে।

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট তাদের ফেসবুক পেজে নিহত সাতজনের নাম প্রকাশ করেছে।

তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম, লাল ঠা জার বম। সবাই খামতাং পাড়ার বাসিন্দা বলে জানিয়েছে সংগঠনটি।

রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান বলেন, খামতামপাড়া এলাকা থে‌কে আটজনের গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তাদের লাশগুলো জেলা সদর হাসপাতালের ম‌র্গে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বান্দরবান জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি সাংবাদিকদের বলেন, ‘পাহাড়ের দুটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কী নিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটেছে, তা তদন্ত না করে বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি। ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর