বুধবার, ৮ মে, ২০২৪ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

বাংলাদেশে ডিজিটাল আইনের ব্যবহার নিয়ে উদ্বেগ জানালো যুক্তরাষ্ট্র


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩১ মার্চ, ২০২৩ ১১:৩৩ : পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রধান ডেপুটি মুখপাত্র ভেদান্ত প্যাটেল।
Rajnitisangbad Facebook Page

বাংলাদেশ সরকার কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফ্রিংয়ে এক প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের প্রধান ডেপুটি মুখপাত্র ভেদান্ত প্যাটেল এ উদ্বেগ প্রকাশ করেন।

স্টেট ডিপার্টমেন্ট সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা, সাংবাদিক গ্রেপ্তারসহ সাম্প্রতিক সাংবাদিক নির্যাতনের বিষয়গুলো উল্লেখ করে এ ব্যাপারে মুখপাত্রের মন্তব্য জানতে চান।

জবাবে প্যাটেল বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যবহার নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সাংবাদিকদেরসহ সবার মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের জন্য জরুরি বিষয়। নির্বাচনের বছরে এটা আরও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিক যেনো হুমকি, হয়রানি, হামলা কিংবা গ্রেপ্তারের শিকার না হন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর