সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে তুলে নেওয়ার এক দিন পর প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. শহিদুল্লাহ জানান, রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় প্রথম আলোর শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে আনা হয়েছে। তাকে আদালতে তোলার প্রস্তুতি নিয়েছে পুলিশ।
জানা গেছে, ভোররাতে শামসকে তুলে নেওয়ার পর রাজধানীর তেজগাঁও থানায় মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩২ মিনিটে তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া। এটি রাত সোয়া ২টায় মামলা হিসেবে রুজু হয়।
আরও পড়ুন: সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
এর পর বুধবার মধ্যরাতে তার বিরুদ্ধে একই আইনে রমনা থানায় আরেকটি মামলা হয়। সে মামলায় পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়েছে। দুই মামলাতেই ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা