রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

টি-টোয়েন্টিতে ইংল্যান্ড বধে ইতিহাস গড়লো বাংলাদেশ



ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :১২ মার্চ, ২০২৩ ৬:২৬ : অপরাহ্ণ

দুর্দান্ত বোলিংয়ে মঞ্চ তৈরি করে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডকে আটকে দিয়েছিলেন অল্পতেই। তবে ছোট্ট পুঁজি নিয়েও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলো ইংল্যান্ড। নাজমুল হোসেন শান্তর ব্যাটে সেই চ্যালেঞ্জ জিতে ম্যাচের সঙ্গে সিরিজ জয়ের আনন্দেও মাতলো বাংলাদেশ।

আজ রোববার ঢাকা মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল।

ঘরের মাঠে ইংল্যান্ডকে ৪ উইকেটে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে যেকোন ফরম্যাটে বাংলাদেশের এটি প্রথম সিরিজ জয়।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কেবল ইংল্যান্ডের বিপক্ষেই সিরিজ জয়ের স্বাদ পাওয়া বাকি ছিল বাংলাদেশের। এবার সেই অপেক্ষাও শেষ হলো।

চট্টগ্রামের মতো মিরপুরেও টস জিতে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেটে ১১৭ রান করে ইংল্যান্ড।

ইংল্যান্ড অবশ্য শুরুটা পেয়েছিল ভালো। কিন্তু তাসকিন আহমেদ এসে ভাঙেন সেই ছন্দ। বাংলাদেশি পেসারের বল মোকাবিলায় থার্ডম্যানে ক্যাচ তুলে দেন ওপেন করতে নামা ডেভিড মালান। সেখানে থাকা হাসান মাহমুদ ক্যাচ নিয়ে ৫ রানে মালানকে মাঠ ছাড়া করেন। ১৬ রানে ভাঙে ইংল্যান্ডের ওপেনিং জুটি।

পাওয়ার প্লের পরের ওভারে এসেই ইংলিশদের দ্বিতীয় জুটি ভাঙেন সাকিব। ফিরিয়ে দেন আরেক ওপেনার ফিল সল্টকে। ১৯ বলে তিন চার ও এক ছক্কায় ২৫ রান করে ফেরেন সল্ট।

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে থিতু হতে দিলেন না হাসান মাহমুদ। তরুণ পেসারের ইয়র্কারে এলোমেলো হয়ে যায় বাটলারের স্টাম্প। অধিনায়ককে হারানোর মাঝেই মেহেদী হাসান মিরাজ দেন আরও বড় ধাক্কা। তিনি মাঠছাড়া করেন ছন্দে থাকা মঈন আলিকে। মিরাজকে সুইপ করে ছক্কা মারার চেষ্টায় ব্যর্থ হয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন মঈন। ফেরার আগে করেন ১৭ বলে ১৫ রান।

দলীয় ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে যায় ইংল্যান্ড। এই সুযোগে অতিথিদের চেপে ধরে বাংলাদেশ। একদশে ফেরা মিরাজ একাই তুলে নেন ৪ উইকেট। সাথে বাকিরাও যোগ দেন উইকেট উৎসবে। একের পর এক উইকেট হারিয়ে বড় পুঁজির দেখা পায়নি ইংল্যান্ড। নির্ধারিত ওভারে কোনো মতে একশ ছাড়িয়ে থামে সফরকারীদের ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ করেন মিরাজ। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে তিনি তুলে নেন ৪ উইকেট। সমান একটি করে নেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। তৃতীয় ওভারেই স্যাম কারানের বলে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন লিটন। ১৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ, ৯ রানে থামেন ডানহাতি ওপেনার।

লিটনের পর থিতু হতে পারেননি রনি তালুকদারও। ৯ রানে তাঁকে বিদায় করেন আর্চার। মাঝে প্রতিরোধ গড়ার চেষ্টায় ব্যর্থ হয়ে ফেরেন তৌহিদ। ১৮ বলে তিনি করেন ১৭ রান।

তবে বাকিরা বিদায় নিলেও উইকেটে টিকে যান নাজমুল হোসেন শান্ত। বাকিদের নিয়ে দলকে জয়ের দুয়ারে পৌঁছে দেন শান্ত। ৪৭ বলে ৪৬ রানের ম্যাচ জেতানো ইনিংস উপহার দেন শান্ত। মিরাজ করেন ২০ রান।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২০ ওভারে ১১৭/১০ ( সল্ট ২৫, মালান ৫, মঈন ১৫, বাটলার ৪, কারান ১২, ওকস ০, জর্ডান ৩, ডাকেট ২৮, রেহান ১১, আদিল ১*, আর্চার ০* ; তাসকিন ৪-০-২৭-১, মোস্তাফিজ ৪-০-১৯-১, নাসুম ১-০-১৩-০, সাকিব ৩-০-১৩-১, হাসান ২-০-১০-১, মিরাজ ৪-০-১২-৪, শান্ত ১-০-৯-০, আফিফ ১-০-৭-০)।

বাংলাদেশ: ১৮.৫ ওভারে ১২০ (লিটন ৯, রনি ৯, তৌহিদ ১৭, শান্ত ৪৬, মিরাজ ২০, সাকিব ০, তাসকিন ৮, আফিফ ২ ; আর্চার ৪-০-১৩-৩ , মঈন ৪-০-২৫-১, রশিদ ৪-০-২৮-০, কারান ৩-০-১৫-১, ওকস ১-০-৭-০, রেহান ২-০-১১-১)।

ফল: ৪ উইকেটে জয়ী বাংলাদেশ।

ম্যান অব দ্য ম্যাচ : মেহেদী হাসান মিরাজ।

সিরিজ: ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর