মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

পঞ্চগড়ে কাদিয়ানিদের ওপর হামলা চালিয়েছে আ.লীগ: খসরু


রাজনীতি সংবাদ প্রতিবেদন, চট্টগ্রাম প্রকাশের সময় :১১ মার্চ, ২০২৩ ৭:৩৬ : অপরাহ্ণ
চট্টগ্রাম নগরীতে বিএনপির মানববন্ধনে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
Rajnitisangbad Facebook Page

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) ওপর হামলার ঘটনা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ এখন ভীত হয়ে কিছু কিছু কাজ শুরু করেছে। এর মধ্যে একটি হচ্ছে, পঞ্চগড়ে আহমদিয়াদের ওপর আওয়ামী লীগ তাদের লোক দিয়ে হামলা চালিয়েছে। হামলার সময় পুলিশ আওয়ামী লীগের পর্যবেক্ষকের ভূমিকা পালন করেছে। তারা আহমদিয়াদের সেদিন রক্ষা করেনি। পঞ্চগড়ের মতো নাটক সারা বাংলাদেশে হচ্ছে।’

আজ শনিবার সকালে কাজীর দেউড়ি নূর আহমদ সড়কে চট্টগ্রাম মহানগর বিএনপির মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে নগরীর বিভিন্ন থানা-ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন। এ ছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও অংশ নিয়েছেন। পাশাপাশি অনেক সাধারণ মানুষও বিএনপির এই মানববন্ধনে অংশ নেন।

‘বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে’ কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপি এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দৈন্যদশায় ভুগছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘এই যে বিভিন্ন জায়গায় বিস্ফোরণগুলো হচ্ছে, এগুলোকেও আওয়ামী লীগ রাজনীতিকরণের চেষ্টা করছে। দেশ পরিচালনাতে ব্যর্থ হয়ে তারা এখন জনগণের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার রাজনীতি করছে। এরশাদের পতনের সময় মন্দিরে মন্দিরে আক্রমণ হয়েছিল। স্বৈরাচার যখন পতনের অবস্থানে চলে যায়, তারা তখন এ ধরণের কর্মকাণ্ড করে। তারা সামনে আরো করবে। কারণ আওয়ামী লীগের কোনো রাজনীতি নেই। বাংলাদেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা জনগণকে বাইরে রেখে অন্য খেলাধূলায় নেমেছে।’

আরও পড়ুন: পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষে নিহত ১, কাদিয়ানিদের জলসা স্থগিত

আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বুঝিয়া করিও কাজ, বুঝিয়া ভাবিও না। আর করিয়া ভাইবা (ভেবে) নিজের বিপদ ডেকে আনবেন না। বাংলাদেশের মানুষকে দেশের মালিকানা ফিরিয়ে দিয়ে চলে যান, ৫০ বছর পর আবার দেখা হবে।’

বাংলাদেশের জনগণ শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দিন পার করছে উল্লেখ করে সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন, ‘‘রাস্তাঘাটে আজ মানুষের একটাই প্রশ্ন-এই ফ্যাসিস্টকে কবে বিদায় দেবেন? সাধারণ মানুষ বলছে-‘আমরা নিঃশ্বাস ফেলতে পারছি না, আরও কিছুদিন এ অবৈধ সরকার যদি থাকে আমরা কেউ বাঁচবো না। আমাদের মুক্তি দিন।’-এটা হচ্ছে বাংলাদেশের জনগণের বার্তা।’

আমীর খসরু বলেন, ‘সারা বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। তাদের দৃষ্টি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দিকে। আওয়ামী লীগ বুঝতে পেরেছে এ সমস্ত কাজ করে দুই-তিনমাস টিকে থাকতে পারবে। যারা আওয়ামী লীগের সঙ্গে ভোট চুরিতে লিপ্ত সবার তালিকা করা হচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলো থেকে বাংলাদেশের নির্বাচনে ভোট চুরির সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে। আর দেশের ভেতর তাদের বিচার হবে।’

নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন-নগর কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মো. মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নসরুল কদির, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ঢালী প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর