সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

বিস্ফোরণের পেছনে বিএনপির সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে: কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৮ মার্চ, ২০২৩ ২:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে একের পর এক বিস্ফোরণের পেছনে বিএনপির সংশ্লিষ্টতা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার পথে হাটছে কিনা তা আমরা খতিয়ে দেখছি।

আজ বুধবার সকালে আওয়ামী লীগের সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা প্রধানমন্ত্রীর নির্দেশে গভীরভাবে তা খতিয়ে দেখা হচ্ছে। এই সময়ে এ ধরণের ঘটনা রহস্যজনক।

আরও পড়ুন: একের পর এক বিস্ফোরণের ঘটনা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

গতকাল মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক।

আরও পড়ুন: এবার গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ১৯, আহত শতাধিক

এর আগে গত শনিবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন মারা যান এবং ৩০ জন গুরুতর আহত হন।

এর পর রোববার রাজধানীর সায়েন্সল্যাবের শিরিন ম্যানশনের বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর