শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

এবার গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ১৯, আহত শতাধিক


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৭ মার্চ, ২০২৩ ৫:৪৬ : অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক। মৃতদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিকভাবে মৃতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণে গুলিস্তান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫তলা ভবন (নিচতলায় সেনিটারি দোকান, বাকি ফ্লোরগুলো ব্র্যাক ব্যাংকের অফিস) এবং তার পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ভবনই ধসে পড়েনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, আহতদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ১১ জনকে মৃত অবস্থায় আনা হয়। এছাড়া হাসপাতালে আনার পরে আরও ৬ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন নারী এবং ১৫ জন পুরুষ।

এবার গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ৬, আহত ৭০

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

গত কয়েকদিন ধরে আগুন ও বিফোরণের ঘটনা বেড়ে গেছে। গত রোববার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন মারা যান।

তার আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর