মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

জনগণ এবার তামাশার নির্বাচন হতে দেবে না: ফখরুল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৪ মার্চ, ২০২৩ ৯:৩৮ : পূর্বাহ্ণ
রাজধানীর উত্তরা পূর্ব থানার আউয়াল এভিনিউ সড়কে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

জনগণ এবার দশম ও একাদশ সংসদের মতো ‘তামাশার’ নির্বাচন হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার রাজধানীর উত্তরা পূর্ব থানার আউয়াল এভিনিউ সড়কে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ মনে করেছে যে, তারা এভাবে গত দুইটা নির্বাচন করেছে। এবারও ওইভাবে নির্বাচন করে নিয়ে যাবে। আর আবারও সেইভাবে জনগনকে শোষণ করবে, জনগণের সম্পদ লুট করে নিয়ে যাবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এভাবে জনগণ এটা হতে দেবে না। মানুষ রাস্তায় নেমেছে। আন্দোলনের পর আন্দোলন হচ্ছে, রাজপথে আন্দোলন হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে সেই আন্দোলনকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবো। এবার আমরা আর কোনো নির্বাচন, সেই তামাশার নির্বাচন, আওয়ামী লীগের নির্বাচন হতে দেবো না, এদেশের মানুষ হতে দেবে না।’

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। আমাদের এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের এই আন্দোলন জনগণের অধিকার ফিরে পাবার আন্দোলন, আমাদের এই আন্দোলন সমগ্র মানুষের যে কথা বলার অধিকার, সেই অধিকার ফিরে পাবার আন্দোলন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘১৫ বছর ধরে আমরা এই আন্দোলনে আছি, পতন না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকবো। আমরা শান্তির সঙ্গে আন্দোলন করছি, শান্তির সঙ্গে এই আন্দোলনে থাকবো। আমাদের বাধা দিলে সেই বাধা অবশ্যই আমরা অতিক্রম করে যাবো। জনগণ আমাদের সঙ্গে আছে, এই জনগণ বাধা প্রতিরোধ করবেই করবে।’

এসময় ‘যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১০ দফা দাবিসহ নিত্যপণ্যের মূল্য ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে’ আগামী ১১ মার্চ ঢাকাসহ মহানগর ও জেলায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর