রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ জানুয়ারি, ২০২৩ ৯:১৬ : অপরাহ্ণ
দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির পরিচালক আমীর হোসেন সোহেলের বন্ধু-বান্ধব আছে গুটিকয়েক। এর মধ্যে তার এমন একজন বন্ধু রয়েছে, যাকে তিনি জন্মের পর থেকে প্রতিবেশী হিসেবে পেয়েছেন। সে বন্ধুটি তার সঙ্গে সর্বদা নীরবে যোগাযোগ করে।
‘বোবা প্রতিবেশী’ শিরোনামে তার স্বরচিত কবিতায় তিনি সেই ‘বন্ধুর’ পরিচয় তুলে ধরেছেন।
আমীর হোসেন সোহেল তার অন্ত্যমিল ছন্দে লেখা ১৬ লাইনের কবিতাটি রাজনীতি সংবাদের পাঠকদের জন্য পাঠিয়েছেন।
কবিতাটি হুবহু তুলে ধরা হলো-
বোবা প্রতিবেশী
খুব বেশি বন্ধু-বান্ধব নেই আমার
গুণলে গুটিকয়েক হবে হয়তো আবার।
তার মধ্যে আছে এমন একজন
যে করে সর্বদা নীরব যোগাযোগ।
ন্যায় অন্যায় উপস্থাপন করে
কাগজ খামবিহীন চিঠি ছেড়ে।
মনের উপর চাপ দিয়ে ভাবতে শেখায়
আমাকে সত্যপথ ও সৎকাজে রাখতে চায়।
আদেশ উপদেশ সবসময় যথেষ্ট দিয়ে
অবাধ্য হলে আটকায় মনে মৃত্যুর কালো ভয় ঢুকিয়ে।
নিশ্চয় জানতে চাচ্ছেন বন্ধুটির নাম?
সে আমার বাড়ির সামনের কবরস্থান।
যাকে প্রতিবেশী হিসেবে পেয়েছি জন্মের পর থেকেই
শেষ গন্তব্য হবে নিশ্চিত তার বুকেই।
তবে কেন বয়ে বেড়াই অহেতুক অহংকার
সবইতো জ্বালিয়ে পুড়িয়ে গুঁড়িয়ে দিবে কবরের অন্ধকার।
আরও পড়ুন:
পিএইচপির পরিচালক আমীর হোসেন সোহেলের ‘সম্বল’
পিএইচপির পরিচালক আমীর হোসেন সোহেলের ‘সমর্পণ’
একটি শিল্প পরিবারের অন্যরকম মিলনমেলা