শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে বিএনপির মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষ, গুলি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৬ জানুয়ারি, ২০২৩ ৫:২৪ : অপরাহ্ণ
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে বিএনপির এক কর্মীকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম নগরীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে ও শটগানের গুলি চালায়। এ সময় নেতাকর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

আজ সোমবার বিকেল সোয়া ৩টার দিকে নগরীর কাজীর মোড়ে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে বিএনপির ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সংঘর্ষের কারণে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়।

বিএনপি নেতারা বলেছেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম নগরে তারা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ প্রথমে বাধা দেয়। এরপর নেতাকর্মীদের লাঠিপেটা শুরু করে। একপর্যায়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলিও ছুড়ে।

পুলিশ বলছে, বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। পুলিশ আত্মরক্ষার্থে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে।

চট্টগ্রামে বিএনপির মিছিলে পুলিশের বাধা,সংঘর্ষ, গুলি
লাঠি হাতে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করছে পুলিশ। ছবি: সংগৃহীত

নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়ে অতর্কিত হামলা চালিয়েছে। কর্মীদের লক্ষ্য করে গুলিও ছুড়েছে।

নগরীর কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির দাবি করেন, বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। পুলিশ আত্মরক্ষার্থে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর কাজীর দেউড়ির কাঁচাবাজার সামনে থেকে বিএনপির শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

তখন বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে বিএনপির দলীয় কার্যালয়ে পুলিশ তল্লাশি চালায়। এ সময় কয়েকজনকে আটকও করেছে পুলিশ।

আরও পড়ুন: নারী কিডনি রোগীকে লাথি মেরে ফেলে দিলেন ওসি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর