রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর ২০২২, ৯:০৭ পূর্বাহ্ণ
আলোচিত চিত্রনায়িকা পরী মণির একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে পরী তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে স্বামী শরিফুল ইসলাম রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন।
কয়েক মাস ধরেই চলচ্চিত্র তারকা পরী মণি ও শরিফুল রাজের কলহের গুঞ্জন চলছিল। এবার পরী মণি নিজেই তাদের বৈবাহিক সম্পর্কে ফাটলের বিষয়টি প্রকাশ্যে আনলেন।
পরী মণি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’
পরী মণির এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। অনেকেই তাদের সম্ভাব্য বিচ্ছেদের কারণ নিয়ে প্রশ্ন তুলেন।
স্ট্যাটাসের বিষয়ে পরী মণি গণমাধ্যমকে বলেন, ‘এমন অসুস্থ সম্পর্ক আর টিকিয়ে রাখতে চাই না। রাতেই রাজের বাসা থেকে বের হয়ে এসেছি। ওর সঙ্গে আর থাকা হবে না। তবে এখনও বিচ্ছেদ হয়নি। বিচ্ছেদের চিঠি শিগগিরই পাঠিয়ে দেবো।’
আলাদা হয়ে যাওয়ার কারণ সম্পর্কে পরী মণির ভাষ্য, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। তার (রাজ) যে আচার-আচরণ তাতে একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মানসিক অবস্থা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না।’
গত নভেম্বরে রাজকে নিয়ে পরী মণি ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের কথার লড়াই চলে। শেষপর্যন্ত মিমও রাজের সঙ্গে আর পর্দা ভাগ করবেন না বলে ঘোষণা দেন।
গত নভেম্বরে বিদ্যা সিনহা মিমকে উদ্দেশ করে পরীমণি ফেসবুকে লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ মিমের সঙ্গে স্বামী শরিফুল ইসলাম রাজের কথোপকথনের দিকে ইঙ্গিত করে পরীমণি লিখেছিলেন, ‘রাজ, এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি।’
তবে তখন এই বিষয়ে মন্তব্য করতে বেশি সময় নেননি মিম। পরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁমকি দেন তিনি।
মিমের ফেসবুক স্ট্যাটাসের উত্তরে তখন পরী মণি লেখেন, ‘বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ-সবকিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হলো, রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই। এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো, তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারা রাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’
তবে কি এই ঝামেলার জেরেই পরিণতিতে ভাঙতে চলেছে রাজ-পরীর সংসার। এ নিয়ে অবশ্য নায়িকা এখনো সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি।
আরও পড়ুন: নাচে গানে নতুন বছরকে বরণ করবে সৌদি আরব
গত বছর ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী মণি ও শরিফুল রাজ। ২০২১ সালের ১০ অক্টোবর গোপনে বিয়ে হয়েছিল তাদের।
তারা বিয়ের বিষয়টি ঘোষণা দেন চলতি বছরের ১০ জানুয়ারি।
শরীফুল রাজ ও পরী মণির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি।
এ বছরের জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই তারকা দম্পত্তি। পরে ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্রসন্তান, তার নাম শাহেম মুহাম্মদ রাজ্য।