বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

ঢাকায় ৩৩ দল ৩৩টা ঘোড়ার ডিম পেড়েছে: কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০২২ ৭:১৭ : অপরাহ্ণ
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের ফলাফল ছিল অশ্বডিম্ব। আজ ঢাকায় ৩৩ দল ৩৩টা ঘোড়ার ডিম পেড়েছে। ৩৩ দলের অশ্বডিম্ব।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এই রাষ্ট্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে, অর্থ পাচার করেছে। আর এই ষড়যন্ত্রকারীরাই কিনা রাষ্ট্র মেরামত করতে চায়? এই ষড়যন্ত্রকারীরা রাষ্ট্র মেরামত করবে? এরা নষ্ট রাজনীতি করে। যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি বুদ্ধিজীবীদের মাধ্যমে ফখরুলের মুক্তি চায়, ভালো। ফখরুল তাদের বন্ধু, শুভাকাঙ্ক্ষী। কিন্তু তিনি যে অসুস্থ আমরা তা জানি না। বুদ্ধিজীবীরা বিবৃতি দিয়ে বলছেন তিনি নাকি অসুস্থ। এ বাংলাদেশের যখন ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়েছিল, তখন কী আপনারা বিবৃতি দিয়েছিলেন? বঙ্গবন্ধুকে হত্যার সময় আপনাদের মুখের ভাষা কোথায় ছিল?’

আরও পড়ুন: রাজধানীতে বিএনপির গণমিছিল

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে ফাইনাল খেলা হবে। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বিজয়ের বন্দরে পৌঁছাবে। সেদিন জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রস্তুত থাকবেন, সতর্ক পাহারায় থাকবেন। আমরা আক্রমণ করব না কিন্তু আক্রান্ত হলে ছেড়ে দেবো না।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর