রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর ২০২২, ৫:৪৪ অপরাহ্ণ
বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের সাতটি বিমানবন্দরের গ্রাউন্ড স্টেশনে জনবল নিয়োগ দেবে।
নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ ও জুনিয়র এক্সিকিউটিভ।
পদের সংখ্যা: নির্ধারিত না।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। যেকোনো বিষয়ে স্নাতক পাস হলেই আবেদন করা যাবে।
বয়স: নির্ধারিত নয়।
অভিজ্ঞতা: অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। তবে অভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুল টাইম
বেতন ও সুযোগ সুবিধা: পদ ও অভিজ্ঞতা অনুসারে প্রার্থীদের আকর্ষণীয় বেতন প্রদান করা হবে।
আবেদন যেভাবে: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে ই-মেইলে। আবেদন করার সময় অবশ্যই যে পদে আবেদন করছেন, ই-মেইলের সাবজেক্ট বক্সে সে পদের নাম উল্লেখ করতে হবে। ই-মেইল ঠিকানা[email protected]
চাকরির খবর আরও পড়ুন