মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

জামায়াত আমির ৭ দিনের রিমান্ডে


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ ডিসেম্বর, ২০২২ ৪:৫৫ : অপরাহ্ণ
আদালতে জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে রিমান্ডে পাঠানো হয়।

আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে ডা. মো. শফিকুর রহমানকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. আবুল বাসার।

অপরদিকে ডা. মো. শফিকুর রহমানের আইনজীবী জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নাকচ করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমানকে আটক করে পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

আরও পড়ুন: রাজধানীতে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল, সরকারকে হুঁশিয়ারি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর