শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

১০ ডিসেম্বর সমাবেশের কর্মসূচি বহাল, আজ সারাদেশে বিক্ষোভ



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৮ ডিসেম্বর, ২০২২ ১২:১১ : পূর্বাহ্ণ

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ‘হামলা, হত্যা ও গণগ্রেপ্তার’ এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

একইসঙ্গে ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশ করার সিদ্ধান্তে অটল রয়েছে তারা।

বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের গুলিতে নিহত, আহত ও বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দলের সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটককৃত নেতা কর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে একটি গণমাধ্যমকে বলেছেন, ১০ ডিসেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত এখনও বহাল আছে। কোনো অবস্থায় আমরা সমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে আসবো না। আমাদের সিদ্ধান্ত সমাবেশ করার। এখন যদি সমাবেশ করতে না দেয় তখন দেখা যাবে।

আরও পড়ুন:

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, নিহত ১

রুহুল কবির রিজভীসহ বিএনপির ৭ নেতা আটক

পুলিশ বাজারের ব্যাগে করে কার্যালয়ে বোমা নিয়ে গেছে: মির্জা ফখরুল

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর