মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, নিহত ১


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৭ ডিসেম্বর, ২০২২ ৪:৩১ : অপরাহ্ণ
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত বিএনপির এক কর্মী। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজধানীর নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিভাগীয় সমাবেশ সামনে রেখে ঢাকার নয়াপল্টনে জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সংঘর্ষে মকবুল হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

আজ বুধবার দুপুর পৌনে তিনটার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে।

উত্তপ্ত নয়াপল্টন, পুলিশ-বিএনপি সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সংঘর্ষ শুরুর আগে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। পুলিশও সেখানে সতর্ক অবস্থানে ছিল। প্রিজন ভ্যান ও জলকামানও প্রস্তুত ছিল।

আরও পড়ুন: সরকার বিকল্প প্রস্তাব না দিলে নয়াপল্টনেই সমাবেশ, ঘোষণা বিএনপির

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি পল্টনে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করতে নারাজ বিএনপি।

এদিকে সমাবেশ ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর