বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার: কাদের


ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৩ নভেম্বর, ২০২২ ৬:২৬ : অপরাহ্ণ

তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক ভুলে যান। তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে।’

আজ রোববার দুপুরে ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘হারিয়ে যাওয়া হাওয়া ভবন আর সেই ময়ূর সিংহাসন ফিরে পেতেই বিএনপির আন্দোলন। সন্ত্রাস করে, আগুন দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না।’

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার এ দেশের মানুষের মনের দাবি, ফরিদপুরে সমাবেশে ফখরুল

বিএনপিকে হুঁশিয়ার করে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘লাফালাফি করবেন না। আপনাদের আন্দোলনের পতন হয়েছে, নির্বাচনেও আপনাদের পরাজয় হবে। অস্ত্র পাচারকারী আপনাদের নেতা, এটা হতে দেওয়া হবে না। এ দেশে যা উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের আমলেই হয়েছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘দুবাই থেকে আনা টাকার বস্তা নিয়ে আপনি মাঠে নেমেছেন। আকাশে-বাতাসে এখন টাকা ওড়ে। বরিশাল ও ফরিদপুর সমাবেশে টাকা ওড়ে। এখন থেকেই মনোনয়ন বাণিজ্য ও এমপি-মন্ত্রী কেনাবেচা শুরু করেছে বিএনপি। কিন্তু আওয়ামী লীগ এসব হতে দেবে না।’

সম্মেলনে নিজের নামের বানান ভুল দেখে আক্ষেপ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এতো আয়োজন অথচ হেলিকপ্টার থেকে নেমে দেখি আমার নামের বানান ভুল। নেত্রী বলেছেন বিলাসবহুল সম্মেলন করা যাবে না। সাশ্রয়ী হতে হবে। গরিবের পাশে দাঁড়াতে হবে। অপচয় করা যাবে না। অথচ বিলবোর্ড বানিয়ে সবাইকে নায়ক বানিয়ে দেওয়া হয়েছে।’

সম্মেলনে পুরোনো কমিটির আব্দুল হাই ও সাইদুল করিম মিন্টুকে পুনরায় সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

এর আগে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্না।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর