রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

গণপরিবহন ছাড়াও সমাবেশ করা যায়, প্রমাণ করেছে বিএনপি: খসরু


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১১ নভেম্বর, ২০২২ ৬:০৮ : অপরাহ্ণ
আমীর খসরু মাহমুদ চৌধুরী
Rajnitisangbad Facebook Page

বিএনপির বিভাগীয় সমাবেশের আগে গণপরিবহন বন্ধ রাখা প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গণপরিবহন ছাড়াও যে সমাবেশ করা যায়, সেটা প্রমাণ করেছে বিএনপি। পরিবহন ছাড়া কর্মসূচিতে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। সবকিছু বন্ধ করে দিয়ে, খাবার বন্ধ করে দিয়েও কর্মসূচি বন্ধ করা যায়নি। এটাকে আন্দোলন নয়, বিপ্লব বলে।’

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতীদল এ আলোচনা সভার আয়োজন করে।

যুবলীগের যুবসমাবেশের কারণে গণপরিবহনের তীব্র সংকটে মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন জানিয়ে আমীর খসরু বলেন, ‘বিআরটিসির বাসেও যুবলীগের ব্যানার টাঙিয়ে ভাড়ায় খাটানো হচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। মনে হচ্ছে, এটা কোনো রাষ্ট্রীয় প্রোগ্রাম।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে পরবর্তী সময়ে কী হবে, তা নিয়ে অনেকে চিন্তিত। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা কী, তা-ও অনেকে জানতে চান। বিএনপির পরিকল্পনা তারেক রহমান পরিষ্কার করেছেন। এখানে কিছু গোপন রাখা হয়নি। যারা বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনে থাকবে, তাদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন হবে। এই জাতীয় সরকার তারেক রহমানের নেতৃত্বে কী ভূমিকা পালন করবে, তা পরিষ্কার করা হবে।’

আমীর খসরু বলেন, ‘আগামী বাংলাদেশের পরিকল্পনা পরিষ্কার করা হবে। এটা পরিষ্কার থাকতে হবে। সংবিধানে কী কী পরিবর্তন আনতে হবে, বিচার বিভাগে কী পরিবর্তন করা হবে, তা বলতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর মান নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার কী হবে, শিক্ষকদের কী হবে, শিক্ষার্থীদের কী হবে, তা পরিষ্কার করতে হবে।’

এই বিএনপি নেতা বলেন, ‘যারা এখন গুম-দুর্নীতিতে অংশ নিচ্ছে, তাদের বিচার হবে। যারা মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে জেল খাটিয়েছেন, তাদের বিচার হবে। আগুন-সন্ত্রাসের দায় বিএনপিকে দেওয়া চলবে না। এসবের আড়ালে কারা ছিল, তাদের খুঁজে বিচার করা হবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর