রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৬ নভেম্বর, ২০২২ ১২:২১ : পূর্বাহ্ণ
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ ১৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে বরিশালের গৌরনদী থানায় মামলা হয়েছে। এই মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেল রাঢ়ি বাদী হয়ে শনিবার রাত সাড়ে নয়টার দিকে এ মামলা দায়ের করেছেন।
এর আগে শনিবার সকালে বরিশাল বিএনপির সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলা হয়।
এ সময় বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। এতে গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেন ইশরাক হোসেন।
আরও পড়ুন: বরিশালে বিএনপি নেতা ইশরাকের গাড়িবহরে হামলা
কিন্তু ইশরাক হোসেনের বিরুদ্ধে যুবলীগ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, যুবলীগের নেতা-কর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয়ে আসবাবপত্র ভাঙচুর ও যুবলীগ নেতা-কর্মীদের পিটিয়ে আহত করার ঘটনায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপির ৭০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, বরিশালে গণসমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওনা দেয়া ইশরাক হোসেনের গাড়ি বহরে সকালে মাহিলারায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা বহরের আটটি গাড়ি ভাঙচুর করেছে। ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনা ধামাচাপা দিতে যুবলীগ নেতা সোহেল রাঢ়ী সাজানো ঘটনায় মামলা দায়ের করেছেন।