রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৬ নভেম্বর, ২০২২ ১১:২৭ : অপরাহ্ণ
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উচ্চ আদালত মিউজিয়ামে পাঠিয়েছেন। আর বিএনপি তা নিয়েই লাফাচ্ছে। বাড়াবাড়ি। রাস্তায় হুমকি। জাতীয় পতাকা লাঠির সঙ্গে বেঁধে রাস্তায় নামা হচ্ছে বাড়াবাড়ি।’
রোববার সংসদের ২০তম অধিবেশনের সমাপনী দিনে পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নাকি ১০ ডিসেম্বর রাস্তায় নামবে। ১০ ডিসেম্বর নাকি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে বিজয় মিছিল করবে। তাহলে তো লাঠিসোঁটা নিয়ে নামবে তারা। এসবের বিরুদ্ধে খেলা হবে। তারা বাড়াবাড়ি করলে ছাড় দেবো না।’
আরও পড়ুন: আ.লীগ নেতারা এখন জেলে যাওয়া নিয়ে ভাবছেন, ‘খোঁচা’ দিলেন ফখরুল
বিএনপির উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া কিভাবে মুক্ত হয়ে বাসায়? ১৩ বছরে ১৩ মিনিট রাস্তায় দেখিনি। বিক্ষোভের ডাক দিয়ে হিন্দি সিনেমা দেখেছেন ঘরে বসে। সেই সঙ্গে পুলিশের গতিবিধি লক্ষ্য করেছেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী বাড়াবাড়ির কথা বলেছেন। বক্তব্য দেন, শেখ হাসিনার নামটা শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না। করেন হাসিনা হাসিনা।’
তারেক রহমানকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আর রাজনীতি করবো না বলে দেশ ছেড়ে ২০০৮ সালে মুচলেকা দিয়ে লন্ডন গেছেন। নেতা। আন্দোলনের! নির্বাচনের! খেলা হবে-এমনি বলিনি।’
খেলা হবে বলে- স্লোগানের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতের নির্বাচনে এটি জনপ্রিয়তা পেয়েছে। তাই এই স্লোগানে দোষের কিছু নেই। জনগণ এই বক্তব্য অপছন্দ করছে না। এটা হালকা কথা হতে পারে। হালকা কৌতুক রাজনীতিতে আছে। গণতান্ত্রিক দেশে আরও বেশি হয়।’