সোমবার, ১৩ মে, ২০২৪ | ৩০ বৈশাখ, ১৪৩১ | ৪ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

ঢাকায় তিন দলের নেতাদের সঙ্গে মার্কিন মন্ত্রীর বৈঠক


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৬ নভেম্বর, ২০২২ ৯:৩১ : অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন।

আজ রোববার বিকেল সাড়ে তিনটায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের আয়োজনে ‘ডেপুটি পলিটিক্যাল রেসিডেন্সে’ এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সোয়া এক ঘন্টার ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মাওলা উপস্থিত ছিলেন।

বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করা নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের মন্ত্রী অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন কিভাবে আয়োজন করা যেতে পারে সে সম্পর্কে তিন দলের নেতাদের মনোভাব জানতে চান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার দুই দিনের সফরে শনিবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন।

রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর