শনিবার, ১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

আ.লীগ নেতারা এখন জেলে যাওয়া নিয়ে ভাবছেন, ‘খোঁচা’ দিলেন ফখরুল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৬ নভেম্বর, ২০২২ ৫:৪১ : অপরাহ্ণ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Rajnitisangbad Facebook Page

‘পালাবো না, প্রয়োজনে জেলে যাবো’-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘এখন জেলে যাওয়ার বিষয় নিয়ে ভাবতে শুরু করেছেন কেন? আপনি কেন বলেন-‘পালাবো না, আমরা জেলে যাবো।’ এগুলো আরও আগে ভাবা উচিত ছিল।’’

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘যুগপৎ আন্দোলন ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য।

আরও পড়ুন: প্রয়োজনে জেলে যাবো, পালানোর পথ খুঁজবো না: কাদের

আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এতো দীর্ঘদিনের রাজনৈতিক দল, আমরা আশা করেছিলাম, তারা জনগণের চোখের ভাষাটা বুঝবেন। তাদের কথাগুলো বুঝতে পারবেন। আমাদের মন্ত্রী বানাতে হবে না। আমাদের ক্ষমতা দিয়েন না, কিন্তু পরিবর্তনটা আনুন। এই দেশের মানুষকে বাঁচতে দিন। তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের একটা ক্ষেত্র তৈরি করে দিন।’

বিএনপির বিভাগীয় সমাবেশ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সমাবেশগুলো দেখে যা মনে হয়েছে, মানুষ সব বাধা উপেক্ষা করে চলে আসছে। বরিশালে সমাবেশের দুদিন আগে লঞ্চ ও অন্যান্য যানবাহন বন্ধ করে দিয়েছে। এমনকি খেয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে। কিন্তু মানুষ সাঁতরে পর্যন্ত সমাবেশে উপস্থিত হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ফলে জনগণ এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে। হামলা-মামলা মোকদ্দমার দিয়ে লাভ হয়নি অতীতে, এখনো হবে না। গত ১৫ বছরে এতো কিছু করেছেন কিন্তু কই, বিএনপিকে তো স্তিমিত করে দিতে পারেননি! কত কথা বলেছেন, হাঁটু ভাঙা, মাজা ভাঙা-অনেক কিছু বলেছেন। তাই যদি হয় তাহলে কেন এতো ঘাবড়ে গেছেন? এতো আশঙ্কা কেন?’

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ‘ভয়াবহ দানব সরকারের’ পতন নিশ্চিত করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই ভয়াবহ দানব সরকারকে সরাতে আমরাই প্রথম জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলাম। যুগপৎ বা যেভাবেই হোক এই ঐক্যটা আমরা তৈরি করতে চাই। সেই প্রক্রিয়া আমরা শুরু করেছি। আমি আবারও জোর দিয়ে বলতে চাই, দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়েই আন্দোলনটা করতে চাই।’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন-গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুমসহ প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর