বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

আওয়ামী লীগকে ‘ব্যবসায়িক প্রতিষ্ঠান’ বললেন ডা. শাহাদাত


আজ বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৬ নভেম্বর, ২০২২ ৯:০৬ : অপরাহ্ণ

আওয়ামী লীগকে একটি ‘ব্যবসায়িক প্রতিষ্ঠান’ হিসেবে আখ্যায়িত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

আজ রোববার বিকেলে নগরীর আসকার দিঘির পাড়ে একটি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি এ সভার আয়োজন করে।

সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘সিআরবিতে হাসপাতাল নির্মাণের পক্ষে-বিপেক্ষ আওয়ামী লীগ নিজেরাই আন্দোলন করেছে। এখন আবার সিআরবিতে মিটিং করে তারা বলেছে হাসপাতাল হবে না। প্রধানমন্ত্রী নাকি আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের জনসভা থেকে ঘোষণা দেবেন, সিআরবিতে হাসপাতাল না হওয়ার।’

আন্দোলনকারী আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে এ বিএনপি নেতা প্রশ্ন রাখেন, ‘আপনাদের কে বলেছে হাসপাতাল করার ঘোষণা দিতে? নিজে নিজে আন্দোলন করে এখন আবার বলছেন হাসপাতাল হবে না। এ ধরনের নোংরামি আর কত করবেন ? আমরা সবিই বুঝি। আপনারা নিজেরাই বললেন সিআরবিতে হাসপাতাল হবে। আবার নিজেরাই বলছেন হবে না। হায়রে আওয়ামী লীগের রাজনীতি! আসলে আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দলই নয়। আওয়ামী লীগ এখন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘বর্তমানে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা কিছুই নেই। দেশ ও জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ চরম হুমকীর মুখে। তাই ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে বর্তমান অগণতান্ত্রিক সরকারের পদত্যাগের দাবিতে সবাইকে রাজপথে নেমে আসতে হবে।’

আলোচনায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক হায়াত হোসেন, চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, সাংবাদিক জাহিদুল করিম কচি, চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম নসরুল কদির, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, সাবেক পিপি অ্যাডভোকেট আবদুস সাত্তার, অ্যাডভোকেট মুফিজুল হক ভূইয়া ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর