শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

শেখ হাসিনার ঘুম নেই, সারারাত জেগে থাকেন: কাদের


প্রকাশের সময় :২৩ অক্টোবর, ২০২২ ৮:৪৬ : অপরাহ্ণ
আজ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বৈশ্বিক সংকটে আমাদের দায়ী করবেন না। আগে আমাদের কোন সংকট ছিল না। শেখ হাসিনার ঘুম নেই। সারারাত জেগে থাকেন। শেখ রেহেনা এখন লন্ডনে বাসে যাতায়াত করেন। তাদের ঘুম নেই জনগণের জন্য।’

আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘লক্ষ লোক আপনাদের সাথে নেই। আমাদের সাথে আছে। এই লক্ষ লক্ষ লোক নিয়েই খেলা হবে। ডিসেম্বর বিজয়ের মাস, জনতার বিজয়ের জয়োধ্বনি শুনতে পারবেন।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ফখরুল সাহেব কান পেতে শোনেন। মনে রাখবেন আমাদের নেত্রী শেখ হাসিনা। এ সময়ে দেশে শেখ হাসিনার চেয়ে সৎ মানুষ, ভালো মানুষ, যোগ্য মানুষ আর রাজনীতিতে নাই। বাংলার মানুষও এ শেখ হাসিনাকে চায়।’

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে ভোট জালিয়াতি, লুটপাট, দুর্নীতি ও গুম-খুনের বিরুদ্ধে। বিএনপির বিরুদ্ধে খেলা হবে। আসল খেলা হবে ডিসেম্বরে। তত্ত্বাবধায়কের আশা বাদ দিন। উচ্চ আদালত এটা বাদ দিয়েছে। আগামীতে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কাপুরুষের মতো আর রাজনীতি করবে না বলে বিএনপির নেতা লন্ডনে পাড়ি জমিয়েছেন। তিনি হলেন হাওয়া ভবনের সেই যুবরাজ। খেলা হবে সেই হাওয়া ভবনের লুটপাটের বিরুদ্ধে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমার ভাল লাগছে। শামীম ফাইটার পলিটিশিয়ান। তার সঙ্গে নারায়ণগঞ্জের পরপর তিনবার নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তাদের একই মঞ্চে দেখছি। আমার আসা সার্থক হয়েছে। নারায়ণগঞ্জের শক্তি এরা। আগামীতে কঠিন দিন আসছে।’

আরও পড়ুন: আবারো এক মঞ্চে শামীম-আইভী, পাশাপাশি বসেও হলো না কথা

বক্তব্য শেষে সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২০১৬ সাল থেকে এই দুজনই নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর