শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

জনগণ হরতাল-কারফিউ কিছুই মানবে না: ফখরুল


মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৯ অক্টোবর, ২০২২ ৭:৪১ : অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণ হরতাল কারফিউ কিছুই মানবে না। সকল বাধা উপেক্ষা করে জনগণ খুলনায় গণসমাবেশে উপস্থিত হবেন।’

আজ বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয় দল ও বাংলাদেশ ইসলামিক পার্টির সাথে পৃথক সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খুলনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গণপরিবহন বন্ধ করে দেয়ার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘ময়মনসিংহে একইভাবে গণপরিবহন বন্ধ করে দিয়েছিল, কিন্তু সমাবেশ ঠেকাতে পারেনি। মানুষ ট্রলারে করে, রিকশায় করে, হেঁটে সমাবেশে জড়ো হয়েছে। তারা গাড়ি বন্ধ করুক আর যাই করুক গণতন্ত্র উদ্ধার আন্দোলনে নেতা-কর্মীরা অংশগ্রহণ করবে, ইনশাআল্লাহ।’

বিরোধী দলের সভা-সমাবেশে বাধা দেয়া হবে না প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজ পর্যন্ত আওয়ামী লীগ কোনো কথা কি রাখতে পেরেছে? পারেনি, কারণ তারা বিশ্বাস করে, যা বলবো তা পারবো না। উল্টোটা করে, সুতরাং আওয়ামী লীগকে বিশ্বাস করার কোনো কারণ নেই।’

আরও পড়ুন: আওয়ামী লীগের সাথে খেলায় পারবেন না, বিএনপিকে কাদের

বিএনপি আরেকটি ১/১১’র দুঃস্বপ্ন দেখছে-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি দিবাস্বপ্ন দেখে না। দেখি একটি গণতান্ত্রিক বাংলাদেশের আমরা স্বপ্ন, আমরা স্বপ্ন দেখি মানুষের ভোটাধিকার নিশ্চিত করার, স্বপ্ন দেখি সত্যিকার অর্থে একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করার।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা মনে করি, বাংলাদেশের গণতন্ত্র পূর্ণউদ্ধারে সবচেয়ে বেশি ত্যাগীনেতা বেগম খালেদা জিয়া। যাকে অন্যায় ভাবে সাজা দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে, তাকে মুক্তি দিতে হবে। একই সাথে বিরোধীদলীয় নেতাদের নামে যে মিথ্যে মামলা রয়েছে তা প্রত্যাহার করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা একমত হয়েছি‌ বাংলাদেশ জাতীয় দল ও বাংলাদেশ ইসলামিক পার্টির আমরা যুগপৎ আন্দোলন করবো।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর