সোমবার, ২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

আওয়ামী লীগের সাথে খেলায় পারবেন না, বিএনপিকে কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৯ অক্টোবর, ২০২২ ৬:২৪ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের
Rajnitisangbad Facebook Page

বিএনপিকে আওয়ামী লীগের সাথে না খেলার পরামর্শ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগের সঙ্গে খেলে পারবে না বিএনপি।’

আজ বুধবার শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

২৩ অক্টোবর নারায়ণগঞ্জ ও ২৯ অক্টোবর ঢাকা জেলার সম্মেলনে দৃষ্টি রাখতে বিএনপি নেতাদের পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির বিভাগীয় সমাবেশে যতো মানুষ হয়, আওয়ামী লীগের জেলা সম্মেলনেই ততো মানুষ হয়। বড় বড় কথা বলেন। দেখবেন লোক, ২৩ তারিখে নারায়ণগঞ্জে আসেন; সম্মেলন, জনসভা নয়। ২৯ তারিখে ঢাকা জেলার। আসুন বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের পাশে যেখানে বাণিজ্য মেলা হতো, সেখানে ঢাকা জেলার সম্মেলন।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘লোক দেখতে চান? সেখানে শেখ হাসিনা আসছেন না। সেখানে আওয়ামী লীগের অন্য নেতারা যাবে। জনসংখ্যা কত হয় দেখতে আসেন? চিটাগাংয়ে ১০ লাখ বলছেন, কিন্তু লাখের কাছাকাছি হয়েছে। শেখ হাসিনা গেলে কত হবে? মিনিমাম ১০ লাখ।’

আরও পড়ুন: জনগণ হরতাল-কারফিউ কিছুই মানবে না: ফখরুল

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘খেলবেন আওয়ামী লীগের সঙ্গে? পারবেন না। আমি তো বলেছি ১০ লাখ নিয়ে বসতে চান সেটা তো পারবেন না। আর আমরা যদি ৩০ লাখ নিয়ে বসি এই নগরীর কী অবস্থা হবে?’

আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘রাজপথের ভয় দেখাচ্ছেন? ডিসেম্বর মাসে ১০ লাখ নিয়ে বসবেন কোথায়? ঢাকার রাজপথে? ডিসেম্বর বিজয়ের মাস। ডিসেম্বর আপনাদের নয়, আমাদের মাস, মুক্তিযুদ্ধের মাস। ডিসেম্বরে বিজয়ের পতাকা হাতে লাখ লাখ লোক ঢাকার রাজপথে নামবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর